মনোনয়নপত্র দাখিল করলেন নৌকার প্রার্থী শাহিন আক্তার
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১১:৪৩ অপরাহ্ন | সারাদেশ

রতন কান্তি দে (উখিয়া, কক্সবাজার)
উচ্চশিত জনতার বাঁধ ভাঙ্গা জোয়ার কে থামিয়ে দিয়ে নির্বাচনী আচরণ বিধির প্রতি লক্ষ্য রেখে দলীয় কয়েকজন নেতা কর্মীকে সাথে নিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন (উখিয়া-টেকনাফ) থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুনেচ্ছা বেবী, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের
সাবেক(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আমিনুল হক আমিন এবং কক্সবাজার জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তসলিমা আকতারকে সাথে নিয়ে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার ইমরান হোসাইন সজিব এর কাছে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
এই সময় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে উখিয়ায় শাহীন আক্তারের মনোনয়নপত্র দাখিল খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন স্থান থেকে শত শত কর্মী সমর্থক সর্বস্তরের সাধারণ মানুষ
উখিয়া স্টেশনে জড়ো হয়। নৌকার স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উচ্চশিত বাঁধভাঙ্গা জোয়ারের মত জনতার ঢল উপজেলা পরিষদের দিকে যেতে চাইলে গণজোয়ারের মহানায়ক আব্দুর রহমান বদি
তাদের থামিয়ে দেন। এ সময় তাদের উদ্দেশ্যে বলেন
নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান রেখে মেনে চলতে হবে। আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন সেজন্য কৃতজ্ঞতা জানায়। বাড়ি ফিরে যান এবং মহান স্রষ্টার দরবারে জননেত্রী শেখ হাসিনার নৌকার প্রার্থী শাহিন আক্তারের জন্য দোয়া করবেন। নিয়ম অনুযায়ী
নির্বাচনী প্রচারণা শুরু হলে প্রত্যেক এলাকায় গন সংযোগের সময় আপনাদের সাথে দেখা হবে।
মনোনয়নপত্র দাখিল শেষ এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায়
নৌকার প্রার্থী শাহীন আক্তার বলেন দলীয় মনোনয়ন পাওয়ার এ বিজয় উখিয়া-টেকনাফের আওয়ামী লীগ
এবং সর্বস্তরের মানুষের। আমি ও আব্দুর রহমান বদি
জনগণের খাদেম ও সেবক হিসেবে বেঁচে থাকতে চাই।
মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের মনোনীত
অধ্যাপক নুরুল আমিন সিকদার ভূট্টো, স্বতন্ত্র প্রার্থী
হিসেবে কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি
সোহেল আহমদ বাহাদুর, টেকনাফ আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক নুরুল বশর, তৃণমূল বিএনপি'র মনোনীত মুজিবুল হক মুজিবসহ মোট ৯ জন মনোয়নপত্র দাখিল করেছেন বলে জানা যায়।